ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিগ্যাসি ফুটওয়্যারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জুলাই ২০১৮

 লিগ্যাসি ফুটওয়্যারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। উৎপাদন বন্ধ থাকলেও ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ১১ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৮ টাকা ৭৫ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৭-মার্চ, ২০১৮) ৩৮ পয়সা ইপিএস দেখিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার; আগের বছর একই সময়ে যা ছিল ৫ পয়সা। ৩১ মার্চ এর এনভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৬৫ পয়সায়। এ দিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ পয়সা। এর আগে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ দেয়নি লিগ্যাসি ফুটওয়্যার। সেবার জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় ১৮ মাসে হিসাব বছর গণনা করে কোম্পানিটি। সে সময়ে এর ইপিএস হয় ৩৯ পয়সা। ২০০০ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা।
×