ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বস্ত্র খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জুলাই ২০১৮

 বস্ত্র খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন দিন পতনের পরে বুধবার শেয়ারবাজারের উত্থান হয়েছে। এ দিন শেয়ারবাজারে বস্ত্র খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। যাতে এ খাতটির ৮৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। জানা গেছে, বস্ত্র খাতের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বুধবার শেয়ার দর বেড়েছে ৪৪টির বা ৮৮ শতাংশের, শেয়ার দর কমেছে ৫টির বা ১০ শতাংশের এবং ১টির বা ২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে স্টাইল ক্রাফটের। কোম্পানিটির শেয়ার দর ৮২.৭০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪.৬০ টাকা বেড়েছে এইচ আর টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ৪.৩০ টাকা বেড়েছে কুইন সাউথ টেক্সটাইলের। এ ছাড়া প্রাইম টেক্সটাইলের ৩.৪০ টাকা; দেশ গার্মেন্টসের ৩.১০ টাকা; আনলিমা ইয়ার্নের ২.৯০ টাকা; ড্রাগন সোয়েটারের ২.৩০ টাকা; আলহাজ টেক্সটাইলের ১.৮০ টাকা; হা-ওয়েল টেক্সটাইল ও প্যাসিফিক ডেনিমের ১.৬০ টাকা করে; ফারইস্ট নিটিংয়ের ১.৫০ টাকা; সিমটেক্সের ১.৪০ টাকা; তসরিফা, সাফকো ও ইভিন্স টেক্সটাইলের ১.২০ টাকা করে; দুলামিয়া, নুরানি, রিজেন্ট ও আরএন স্পিনিংয়ের ১ টাকা করে; মেট্রো স্পিনিং ও আরগন ডেনিমসের ০.৮০ টাকা করে; এপেক্স স্পিনিং ও জাহিন টেক্সের ০.৭০ টাকা করে; সায়হাম কটন, মতিন স্পিনিং ও হামিদ ফেব্রিক্সের ০.৬০ টাকা করে; আলিফ ম্যানুফ্যাকচারিং, জেনারেশন নেক্সট, ম্যাকসন্স স্পিনিং ও শাশা ডেনিমের ০.৫০ টাকা করে; মোশাররফ হোসাইন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, শেফার্ড ও জাহিন স্পিনিংয়ের ০.৪০ টাকা করে; স্কয়ার টেক্সটাইল, মালেক স্পিনিং, এনভয় ও ডেল্টা স্পিনার্সের ০.৩০ টাকা করে; সিএনএ টেক্সটাইল ও ফ্যামিলি টেক্সের ০.২০ টাকা করে এবং ঢাকা ডাইং, মিথুন নিটিং, তাল্লু ও তুং হাই নিটিংয়ের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। এ দিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে মডার্ন ডাইংয়ের। কোম্পানিটির শেয়ার দর ২১.৭০ টাকা কমেছে। এ ছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৫০ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৬০ টাকা; রহিম টেক্সটাইলের ০.৫০ টাকা এবং অলটেক্সের শেয়ার দর ০.১০ টাকা কমেছে। আর সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
×