ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুত খাতের সক্ষমতা বাড়ায় জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৪, ৫ জুলাই ২০১৮

  বিদ্যুত খাতের সক্ষমতা  বাড়ায় জাতীয়  অর্থনীতি শক্তিশালী  হয়েছে ॥ প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বিদ্যুত খাতের সক্ষমতা বৃদ্ধির ফলে আজ জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, এক ইউনিট বিদ্যুত উৎপাদন করলে জাতীয় অর্থনীতিতে শূন্য ৪ ইউএস ডলারেরও বেশি যোগ হয়। বিগত ২০১৬ অর্থবছরে দেশে ৫৭ হাজার ২৭৬ মিলিয়ন ইউনিট বিদ্যুত উৎপাদিত হয়েছে। সেই হিসেবে বিগত অর্থবছরে ২২৯ বিলিয়ন ইউএস ডলারেরও বেশি পরিমাণ অর্থ জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং শিল্পসহ কৃষিক্ষেত্রে বিদ্যুতের ভূমিকা অপরিসীম। অর্থাৎ সকল ক্ষেত্রেই বিদ্যুত চাই। বর্তমানে দেশে চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি। জলবায়ুগত পরিবর্তনের কারণে মাঝে মাঝে উষ্ণতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবং গ্রীষ্মকালে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের সীমাবদ্ধতা, গ্যাস সরবরাহের অপ্রতুলতা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাঝে মধ্যে বিদ্যুত বিভ্রাট ঘটে।
×