ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি ১০ জুলাই

প্রকাশিত: ০৫:১৪, ৫ জুলাই ২০১৮

  খালেদার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি ১০ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা হত্যা মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১০ জুলাই ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় শুনানির পরবর্তী এই দিন নির্ধারণ করেন। আদালতে খাালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মমতাজ উদ্দিন ফকির। খালেদার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) ভবনের সভাপতির কক্ষের সামনে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
×