ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে গাঁজার চালান জব্দ

প্রকাশিত: ০৫:১৩, ৫ জুলাই ২০১৮

শাহজালালে  গাঁজার চালান জব্দ

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে গাঁজার চালান। বুধবার মাসকাটগামী বিমানের এক যাত্রীর লাগেজ স্ক্যান করে ১০ কেজি গাঁজার একটা প্যাকেট উদ্ধার করেন কর্তব্যরত এভসেক কর্মীরা। আটক যাত্রীর নাম জহিরুল ইসলাম। তার বাড়ি কুমিল্লার হোমনায়। শাহজালাল বিমানবন্দর এভসেক ইউনিট কর্মকর্তা উইং কমান্ডার নুরে আলম সিদ্দিকী জানান, দুপুরে বিমানের ওই যাত্রী ৩ নং গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এভসেক কর্মীরা তার লাগেজ স্ক্যান করার সময় ভেতরে একটি প্যাকেট দেখতে পান। লাগেজ খোলার পর বেরিয়ে আসে এক প্যাকেটভর্তি গাঁজা, যার ওজন ১০ কেজি। তাৎক্ষণিক ওই যাত্রী জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এরপর তাকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়। উল্লেখ্য, এর আগেও কুয়েত ও সৌদিগামী দুই যাত্রীর কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।
×