ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের শেষ আটের লড়াই শুরু কাল

প্রকাশিত: ০৫:০৭, ৫ জুলাই ২০১৮

 বিশ্বকাপের শেষ আটের লড়াই শুরু কাল

জিএম মোস্তফা ॥ শুরু থেকেই একের পর এক চমক উপহার দিয়েছে রাশিয়া বিশ্বকাপ। ফেবারিটের ‘ট্যাগ’ গায়ে মেখে রাশিয়ার বিমান ধরলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মিসর, ইরান কিংবা বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির মতো দল। মঙ্গলবার শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। দুটি ম্যাচ দিয়ে এদিন শেষ হয়েছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব। কোয়ার্টার ফাইনালের আট দল পেয়ে গেছে রাশিয়া বিশ্বকাপ। তবে দ্বিতীয় রাউন্ডেও ফুটবল দুনিয়া দেখেছে মহানাটকীয়তা আর রোমাঞ্চকর লড়াই। যেখান থেকে খসে পড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। চমক দেখানো স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেছে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেনও। দারুণ খেলে ছিটকে গেছে এশিয়ার শেষ প্রতিনিধি জাপানও। দ্বিতীয় রাউন্ডে আটকে গেল ডেনমার্ক, মেক্সিকো, কলম্বিয়া এবং সুইজারল্যান্ড। গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন শেষ আটের লড়াই দেখার। আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে ফ্রান্স। এবারের আসরে চমকপ্রদ পারফর্ম করেই শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বের পর শেষ ষোলোর ম্যাচেও কিলিয়ান এমবাপে-এ্যান্থনি গ্রিজম্যান কিংবা স্যামুয়েল উমতিতিদের গতিশীল ফুটবল দেখেছে গোটা ফুটবল দুনিয়া। যে কারণে ফরাসীদের গায়েও ফেবারিটের তকমাটা মাখানো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের দেখা হবে উরুগুয়ের। যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছে স্বাগতিক রাশিয়া। ফেবারিট হয়ে আসা স্পেনকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে তারা। লা রোজাদের হারিয়ে ২০১৮ বিশ্বকাপকে আরও রঙিন করেছে ভøাদিমির পুতিনের দেশ। তবে শেষ আটেই অগ্নি-পরীক্ষা তাদের। কেননা, কোয়ার্টার ফাইনালে যে তাদের সামনে বড় বাধা এখন ক্রোয়েশিয়া। দ্বিতীয় রাউন্ডে যারা ডেনমার্ককে হারিয়েছে। দলগতভাবে এবার ক্রোয়েশিয়া দুর্দান্ত। লুকা মদ্রিচ, মারিও মানজুকিচ কিংবা ইভান রাকিটিচের মতো অসাধারণ মাপের খেলোয়াড় রয়েছেন তাদের দলে। যে কারণে এটাকেই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ জয়ের দারুণ সময় বলছেন ফুটবলবোদ্ধাদের অনেকে। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে এখন পর্যন্ত সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করছেন জাপান-বেলজিয়ামের ম্যাচটিকে। ২ গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় হয় বেলজিয়ামের। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ ব্রাজিল। যারা এবার ষষ্ঠবারের মতো শিরোপাপ্রত্যাশী। তিতের দল রাশিয়া বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ফেবারিট হিসেবে বিবেচিত। মাঠের পারফর্মেন্সও তার বড় প্রমাণ। বাছাইপর্বের বাধা পেরিয়ে সবার আগেই রাশিয়া বিশ্বকাপের টিকেট কাটে তারা। বিশ্বকাপের মূল মঞ্চেও দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবারের আসরের শেষ ষোলোর শেষ দিনের খেলায় টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় ইংল্যান্ড। সেইসঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে ‘টাইব্রেকার’ জিতে গ্যারেথ সাউথগেটের দল। ফ্রান্স-বেলজিয়ামের মতো ইংল্যান্ড দলটাও এবার শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে এখন প্রতিপক্ষ সুইডেন। মঙ্গলবার সুইজারল্যান্ডকে হারিয়েই কোয়ার্টারে জায়গা করে নেয় সুইডেন। এই সুইডেনই শেষ আটে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে। মেসি-রোনাল্ডোকে নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন গোটা ফুটবল দুনিয়ার অনেক ফুটবলপ্রেমীই। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ছাড়াই শুরু হতে চলেছে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। মেসি-রোনাল্ডো না থাকলেও এবারের বিশ্বকাপে এখনও টিকে রয়েছেন নেইমার। ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে দারুণভাবেই এগিয়ে চলছেন তিনি। তবে পারবেন কী বর্তমান বিশ্বফুটবলের সবচেয়ে দামী ফুটবলার? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×