ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নত বাংলাদেশ দেখতে চাই ॥ মার্শা বার্নিকাট

প্রকাশিত: ০৯:১৬, ৪ জুলাই ২০১৮

উন্নত বাংলাদেশ দেখতে চাই ॥ মার্শা বার্নিকাট

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৪২তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশে দায়িত্ব পালনের শেষলগ্নে এসে পৌঁছেছি। বাংলাদেশ ছেড়ে যেতে আমার কষ্ট হবে। তবে আমি আবার আসার পরিকল্পনা করেছি। আবার এসে একেবারেই ভিন্ন একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। আরও অগ্রসর, আরও উন্নত এক বাংলাদেশ।’ খবর ওয়েবসাইটের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বক্তব্য রাখেন। সংবর্ধনায় মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী উর্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন। বার্নিকাট বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে সকল মানুষ জন্মগতভাবে সমান। তাদের চিন্তা, উদ্ভাবন আর নিজেদের প্রকাশ করার সুযোগ ও স্বাধীনতা দেয়া হলে অপার সম্ভাবনার সৃষ্টি হবে। উভয় দেশের নাগরিকেরা ব্যালটবাক্সে নিজেদের মতের প্রতিফলন ঘটাবে, যা হবে স্বশাসনের সত্যিকারের বহিঃপ্রকাশ। বাংলাদেশে একটি অহিংস, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। যার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, বর্তমানে মহাকাশ অনুসন্ধান ও গবেষণার বিষয়টি কূটনীতির ক্ষেত্রেও অপ্রত্যাশিতভাবে এক অনন্য ভিত্তি পেয়েছে। চলতি বছর নাসা ও স্পেসএক্স-এর সহায়তায় বাংলাদেশকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে দেখেছে বিশ্ব। বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে দ্রুতগতির অভিযাত্রায় এটা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশী জনগণের প্রজ্ঞা এবং প্রত্যয় দ্বারাই একটি স্বাধীন, ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম সম্ভব হয়েছিল। সেই একই প্রজ্ঞা প্রতিটি ভবিষ্যত প্রজন্মের জন্য সোনার বাংলার স্বপ্ন পূরণ করবে।
×