ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩২, ৪ জুলাই ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ৩য়-অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার) ৮. “সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ ” ব্যাখ্যা কর। উত্তর ঃ তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অসংখ্য নতুন নতুন সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, ঠিক সে রকম সাইবার অপরাধ নামে সম্পূর্ণ নতুন এক ধরণের অপরাধের জন্ম হয়েছে । তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ হয় তাকে বলা হয় সাইবার অপরাধ । অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য বিভিন্ন ধরনের নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে। প্রচলিত কিছু সাইবার অপরাধ হলো : স্প্যাম , প্রতারণা , আপত্তিকর তথ্য প্রকাশ , হুমকি প্রদর্শন, সাইবার যুদ্ধ ইত্যাদি। এ ধরণের অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ । কেননা , ভূল পরিচয় এবং ভূল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয় । যা আইনের দৃষ্টিতে অপরাধমূলক কর্মকান্ড । যেহেতু সাইবার অপরাধ হলো নতুন এক ধরণের অপরাধ এবং এই অপরাধকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে , সবাই এখনো ভালো করে জানেনা । কোন ধরণের অপরাধ হলে কোন ধরনের শাস্তি দিতে হবে , সেই বিষয়গুলো নিয়ে মাত্র কিছুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি “সাইবার অপরাধ একটি শা¯িতযোগ্য অপরাধ ” । ৯. হ্যাকিং কী ? বিভিন্ন প্রকার হ্যাকার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর । উত্তরঃ হ্যাকিং ঃ হ্যাকিং হচ্ছে নেটওয়ার্কের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে উক্ত নেটওয়ার্ক ব্যবহারকারীর অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করা । বিভিন্ন প্রকার হ্যাকার সম্পর্কে বর্ণনা ঃ হ্যাকার প্রধানত তিন প্রকার যথাÑ ১. হোয়াইট হ্যাট হ্যাকার ২. ব্লাক হ্যাট হ্যাকার ৩. গ্রে হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকারঃ যে সকল হ্যাকার কোন সিস্টেমের উন্নতির জন্য উক্ত সিস্টেমের নিরাপত্তা ত্রুটি সমূহ খুঁজে বের করে তাকে বলে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার। ব্লাক হ্যাট হ্যাকার ঃ ব্লাক হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে অবৈধভাবে কোন ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করে অসৎ উদ্দেশ্য সাধন করা । গ্রে হ্যাট হ্যাকার ঃ গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্লাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি পর্যায়ভূক্ত । এই ধরনের হ্যাকাররা কখনও হ্যাকিং করে ভালো করার উদ্দেশ্যে আবার কখনও হ্যাকিং করে ব্যবহারকারীর ক্ষতিসাধন করার উদ্দেশ্যে।
×