ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:১৫, ৪ জুলাই ২০১৮

লক্ষ্মীপুরে দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ জুলাই ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া-কচুয়া সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীসহ এলাকাবাসী এ কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ সভাপতি বাদল মজুমদার বাপ্পী, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাশেম, উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, দত্তপাড়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ সদস্য হুমায়ূন কবির স্বপন প্রমুখ। স্থানীয় এলাকাবাসী ছাড়াও মানববন্ধনে দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দত্তপাড়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা বলেন, এলজিইডির তত্ত্বাবধায়নে এক মাস আগে দত্তপাড়া-কচুয়া সড়কের আট কিলোমিটার সংস্কার করা হয়। ঠিকাদার নিজের ইচ্ছেমতো সংস্কার কাজ করার কিছু দিনের মধ্যে পূর্বের মতো গর্ত সৃষ্টি হয়েছে। দ্রুত এটি সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নড়াইলে ইটভাঁটি মালিক হত্যায় ১৮ জনের নামে মামলা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩ জুলাই ॥ ইটভাঁটি মালিক আসাদুজ্জামান টিটো শরীফকে (৪৪) গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিহত টিটোর ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১ জুলাই দুপুরে চরসিংগাতী এলাকায় আসাদুজ্জামান টিটোকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মধুমতি নদীর পাড়ে নড়াইলের চরসিংগাতী এলাকায় টিটোর ইটভাঁটি রয়েছে। এ এলাকায় জমির মালিকানা নিয়ে চরসিংগাতীর আবু বক্কার চৌধুরীর সঙ্গে টিটোর বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে টিটোকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে এবং তার ডান হাতের কব্জি কেটে ফেলে। নিহত টিটো গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার আয়েজ উদ্দিন শরীফের ছেলে এবং শরীফ ব্রিকসের মালিক। ফরিদপুরে স্কুলছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ জুলাই ॥ নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তরকে অপহরণ করে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফঁাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তালমা ইউনিয়নের পাগলপাড়া মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে নগরকান্দা মহিলা আওয়ামী লীগ। এ কর্মসূচীতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়। আধা ঘণ্টা স্থায়ী এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা সরকার প্রমুখ।
×