ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:১৫, ৪ জুলাই ২০১৮

সিলেটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ একটি হত্যা মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভুঁইয়া এই আদেশ দেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হচ্ছে সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইরশাদ আলী, তেরা মিয়া, বাবুল মিয়া, কামাল আহমদ, দুলাল আহমদ, নন্দিরগাঁওয়ের বিলাল মিয়া, পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানী নগরের আকবর আলী। দ-প্রাপ্তদের মধ্যে বাবুল ও বিলাল পলাতক। এছাড়া আদালত ফুলবানু নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে পূর্ববিরোধের জেরে জৈনকারকান্দি গ্রামের ফয়জুর রহমানকে হত্যা করে মরদেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। সিলেটে আড়াই লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের ভাতালিয়া এলাকায় এক ব্যক্তির আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা যুবক ফয়ছলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। ফুটবলার ফয়ছল আহমদ বাগবাড়ি ৭৫ শামীমাবাদের মুজাফ্ফর আলীর ছেলে। জানা যায়, নগরীর বারুতখানা এলাকার ডাচ বাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে বাসায় আসার পথে ভাতালিয়া মোকামের পাশে আসামাত্র ছিনতাইকারীরা পেছন দিক থেকে লাঠি দিয়ে ফয়ছলের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার জ্ঞান হারিয়ে যায়। এ সময় তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
×