ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহৃত শিশু তিন দিন পর উদ্ধার ॥ আটক এক

প্রকাশিত: ০৭:১৪, ৪ জুলাই ২০১৮

অপহৃত শিশু তিন দিন পর উদ্ধার ॥ আটক এক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ৩ জুলাই ॥ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রাম থেকে অপহৃত শিশু রিফাত হোসেন জিমকে (৭) অপহরণের তিন দিন পর রংপুরের তারাগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী তপন চন্দ্র রায় ওরফে শফিকুলকে আটক করা হয়েছে। পিবিআই গাইবান্ধার পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের বিষয়টি জানানো হয়। অপহরণকারী তপন চন্দ্র রায়ের বাড়ি রংপুর সদর থানার বেনুঘাট মাঝাপাড়া গ্রামে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ৩০ জুন তপন পূর্বপরিচয় সূত্রে সুন্দরগঞ্জের তারাপুর গ্রামে আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। পরদিন সকালে আব্দুর রশিদের শিশুপুত্র জিমকে নাস্তা খাওয়ার কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। সেখানে এক দোকানে নাস্তা খাওয়া শেষে বাড়িতে নিয়ে আসে। এ সময় বৃষ্টি পড়তে থাকায় আব্দুর রশিদের স্ত্রী ও মেয়ে তখনও ঘুমিয়ে ছিল। এ সুযোগে তপন বেড়ানোর কথা বলে শিশু জিমকে লালমনিরহাটে তার ভগ্নিপতির বাসায় নিয়ে যায়। এদিকে জিমকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ওইদিন সুন্দরগঞ্জ থানায় আব্দুর রশিদ একটি জিডি করে। পরদিন অপহরণকারী তপন শিশু জিমের বাবা আব্দুর রশিদকে মোবাইল ফোনে জিম তার কাছে বলে জানায়। সে মুক্তিপণ হিসেবে তার কাছে ১ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে জিমকে মেরে ফেলা হবে বলে রশিদকে হুমকি দেয়। ফলে আব্দুর রশিদ বাধ্য হয়ে মুক্তিপণ হিসেবে ৫ হাজার টাকা তপনকে বিকাশ করে পাঠায়। এদিকে জিডির সূত্র ধরে সুন্দরগঞ্জ থানা পুলিশ জিমকে উদ্ধারের জন্য গাইবান্ধা পিবিআইকে দায়িত্ব দেয়।
×