ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ টাকা আদায় ॥ এএসআই ক্লোজড

প্রকাশিত: ০৭:১৪, ৪ জুলাই ২০১৮

ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ টাকা আদায় ॥ এএসআই ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ জুলাই ॥ ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুন দাসকে পুলিশ লাইনে মঙ্গলবার ক্লোজ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভার রোলার চালক মোঃ ইয়াছিনের কাছ থেকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এক লাখ টাকা আদায় করে এবং আরও এক লাখ টাকা দাবি করে। বিষয়টি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হলে ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান মৌখিক নির্দেশে তাকে ক্লোজ করেন। পৌরসভার রোলার চালক ইয়াছিন ৩ সপ্তাহ পূর্বে রাতে রাস্তার কাজ করে বাড়ি ফেরার পথে চামটা নামক স্থানে এএসআই মিঠুন দাস সোর্স তাইজুল তাকে আটক করে এক পোটলা ইয়াবা প্যান্টের পকেটে রেখে মারধর করে পার্শ্ববর্তী একটি ইটভাঁটিতে নিয়ে যায়। সেখানে বসে তার কাছে ২ লাখ টাকা দাবি করে। তাৎক্ষণিকভাবে ইয়াছিন তার মোটরসাইকেলটি ১ লাখ টাকা চামটা এলাকার জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে মিঠুন দাসকে দিয়ে ছাড়া পায়। দাবিকৃত আরও ১ লাখ টাকা পরিশোধের জন্য ইয়াছিনের ওপর চাপ সৃষ্টি করে মিঠুন। বিষয়টি জানাজানি হলে ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরা হয়। জানা গেছে, এই পৌর কর্মচারী ইয়াছিন ধূমপানও করে না। চট্টগ্রামে দুই মানব পাচারকারী আটক ॥ ২ শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত ৩ শিশুকে। মঙ্গলবার র‌্যাব জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে তাদের আটক করা হয়েছে। এরা হলেন রুমা আক্তার (২০) ও আবদুল মালেক (৪৫)। উভয়ের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকায়। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানা জানান, সোমবার বিকেলে মুরাদপুর এলাকায় অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা এক শিশুকে খুঁজে পায় র‌্যাব। পরে ওই শিশুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এ ২ জনকে আটক করা হয়। একই অভিযানে উদ্ধার হয় তাদের হেফাজতে থাকা আরও ২ শিশু।
×