ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে জিও টেক্সটাইল কারখানায় আগুন

প্রকাশিত: ০৭:১৩, ৪ জুলাই ২০১৮

গাজীপুরে জিও টেক্সটাইল কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সিনথেটিক ফাইবার থেকে বস্তা তৈরির একটি জিও টেক্সটাইল কারখানায় মঙ্গলবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের কারখানায় মঙ্গলবার ভোরে কাজ করছিল শ্রমিকরা। টিন শেডের ওই কারখানায় সিনথেটিক ও প্লাস্টিক ফাইবার থেকে বস্তা তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব জিও টেক্স বস্তা নদী শাসনে ও মাটি ধসে প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারখানা শেডের একাংশে প্রায় ৪৪ হাজার বর্গফুট আকারের গুদামে সিনথেটিক ও প্লাস্টিক ফাইবার থেকে উৎপাদিত বিপুল সংখ্যক বস্তা ও কাঁচামাল রাখা ছিল। কাজ চলার সময় ভোর সাড়ে ৫টার দিকে কারখানার ক্র্যাশিং মেশিনের ঘর্ষণে সৃষ্ট স্পার্কিং থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সিনথেটিক ও প্লাস্টিক ফাইবার জাতীয় কাঁচামাল ও উৎপাদিত বস্তায় ছড়িয়ে মুহূর্তেই আগুন গুদামসহ পুরো কারখানায় ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩ জুলাই ॥ হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে মধ্যগোড্ডিমারী গ্রামে সোমবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩২) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জামান ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি ইউনিয়নের যুবলীগ নেতা ছিলেন। এ ছাড়া তিনি ডিশ ব্যবসা ও মেকানিকের কাজ করতেন। এলাকাবাসী জানায়, সোমবার রাতে আসাদুজ্জামান নিজ বাড়ির সামনে বিদ্যুত লাইনের কাজ করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×