ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অটোরিক্সা-ট্রাক্টর সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

প্রকাশিত: ০৭:১৩, ৪ জুলাই ২০১৮

নওগাঁয় অটোরিক্সা-ট্রাক্টর সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ জুলাই ॥ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মান্দায় সিএনজি চালিত অটোরিক্সা ও ইটবোঝাই ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলো, নিয়ামতপুর উপজেলার যুগিবাড়ি গ্রামের এনামুল হকের ছেলে আজিজুল ইসলাম (২৮) ও তার আড়াই বছরের শিশুকন্যা তাসফিয়া খানম। মান্দা-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন, নিহত আজিজুল ইসলামের স্ত্রী তাসলিমা বিবি (২২) ও তার শাশুড়ি তাইরুন বিবি (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিজুল ইসলাম তার শিশুকন্যা তাসফিয়া খানমকে রাজশাহীতে চিকিৎসা দিয়ে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আজিজুল ইসলাম ও তার শিশুকন্যা নিহত হয়। বরিশালে হেলপার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (২০) বরগুনা জেলার আমতলী উপজেলা সদরের বাসিন্দা সুলতান ফরাজীর পুত্র ও দুর্ঘটনাকবলিত বাসের হেলপার । আফগানিস্তানের প্রতিনিধি দল বারিতে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আফগানিস্তানের মন্ত্রিপরিষদের সদস্যসহ একটি প্রতিনিধি দল মঙ্গলবার গাজীপুরস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। দেশটির কৃষি সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হামদুল্লাহ হামদর্দ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এস আগা হুসাইন সানক্র্যাকি এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হেদায়েতুল্লাহ স্ট্যানেকজাইসহ ১৬ সদস্যের ওই দলটি সকালে বারি’র সদর দফতরে আসেন। এ সময় বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. পরিতোষ কুমার মালাকার, পরিচালক (গবেষণা উইং) ড. মোঃ লুৎফর রহমান এবং বিভাগীয় প্রধানগণ প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান। পরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রতিনিধিদলের কাছে বারির কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়। বারির সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ স্বাগত বক্তব্য রাখেন। প্রতিনিধিদলটি টক্সিকোলজি ল্যাব, আইপিএম ল্যাব এবং পোকামাকড় জাদুঘর, উদ্ভিদ রোগতত্ত্ব ল্যাব, জীব প্রযুক্তি ল্যাব, ম্যাংগো অরচার্ড, অর্কিড হাউজ, হাইড্রোপনিক্স ল্যাব এবং ভাসমান সবজি বেড পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
×