ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালিক গ্রুপের দ্বন্দ্ব

শাহজাদপুর-ঢাকা পাবনা রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৭:১১, ৪ জুলাই ২০১৮

শাহজাদপুর-ঢাকা পাবনা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ জুলাই ॥ শাহজাদপুর পরিবহন মালিক সমিতি ও সিরাজগঞ্জ বাস মিনিবাস কোচ মালিক গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শাহজাদপুর থেকে কোন বাস ছেড়ে যাচ্ছে না। একই সঙ্গে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাস বিকল্প পথে চলাচল করছে। সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি শাহজাদপুরের যুগ্ম সম্পাদক এবিএম নাজমুল ইসলাম বাবলু, মালিক সমিতির সদস্য আবু শামিম সুর্য্য ও শাহিদুল ইসলাম মুক্তা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সিরাজগঞ্জে মোটর মালিক সমিতির পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয় শাহজাদপুর থেকে তাদের ৪টি গাড়ি বিভিন্ন রুটে চলাচল করবে। কিন্তু কোন রকম আলোচনা ছাড়াই রবিবার সকালে সিরাজগঞ্জের জেনিন নামে একটি গাড়ি শাহজাদপুরে পাঠিয়ে দেয়। এ সময় শাহজাদপুর মোটর মালিক সমিতির পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করে গাড়িটি ফেরত পাঠিয়ে দেয়া হয়। পরে কোন রকম আলোচনা ছাড়াই সিরাজগঞ্জ মালিক সমিতির পক্ষ থেকে আমাদের গাড়ি সিরাজগঞ্জের সকল রুটে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। এমনকি ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি গাড়ি কড্ডার মোড় পৌঁছালে গাড়ির সুপারভাইজার ও হেলপারকে মারপিট করে গাড়িটি ফেরত পাঠিয়ে দেয়।
×