ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিটুনিতে চোখ জখম ॥ শিক্ষিকা সাসপেন্ড

প্রকাশিত: ০৭:১০, ৪ জুলাই ২০১৮

পিটুনিতে চোখ জখম ॥ শিক্ষিকা  সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ জুলাই ॥ শিক্ষিকার পিটুনিতে এক চোখ হারাতে বসেছে সম্পা আক্তার নামে ৫ম শ্রেণীর এক ছাত্রী। চোখে রক্তক্ষরণ অবস্থায় মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য সম্পাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা দিল আফরোজ রতœাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ। আহত সম্পা শহরের পানিছত্র এলাকার সিরাজুল হক হাওলাদারের মেয়ে ও দরগাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সম্পার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শহরের দরগাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিরতির পর শ্রেণীকক্ষে ক্লাস নিতে প্রবেশ করেন শিক্ষিকা দিল আফরোজ রতœা। শ্রেণীকক্ষে উপস্থিত থাকা সকলে দাঁড়িয়ে শিক্ষিকাকে সম্মান প্রদর্শন করে। এ সময় সম্পা আক্তার (১১) দুষ্টমির ছলে হেসে উঠে। এতে শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে বেত দিয়ে পেটাতে শুরু করেন। বেত্রাঘাতের একপর্যায়ে সম্পার বাম চোখে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় সম্পাকে তার সহপাঠীরা বাসায় নিয়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করে। পরে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। মাদারীপুর চক্ষু হাসপাতালে চিকিৎসক এ আর অমিত বলেন, ‘ওই শিক্ষার্থীর চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আর পর্যাপ্ত চিকিৎসা না নিলে চোখ নষ্ট হয়ে যাবার শঙ্কা রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।’ এ বিষয়ে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, ‘এ খবর গণমাধ্যমে প্রচারের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাৎক্ষণিক বিদ্যালয় পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে।’
×