ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৭:০৮, ৪ জুলাই ২০১৮

প্রধান শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ জুলাই ॥ প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দুলালের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলমাকান্দা উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার অর্ধবার্ষিকী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল সাড়ে ১১টায় কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ মিছিল বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি ও কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল, কলমাকান্দা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক, গোলাম কিবরিয়া স্বপন, নিশিকান্ত জাম্বিল, মাওলানা আবুল হাসেম, প্রবীর কুমার সরকার, মাহতাব উদ্দিন মহসিন, ওমর ফারুক ও গোপাল চন্দ্র সাহা প্রমুখ। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের শিক্ষকরাও এ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন। জানা গেছে, পরীক্ষার ফিস ও বেতন না দেয়ায় এক পরীক্ষার্থীকে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ার জের ধরে বড়খাপন ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা চানমিয়া, সাবেক ইউপি মেম্বার জজ মিয়াসহ কয়েক ব্যক্তি রবিবার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দুলালের ওপর হামলা চালায়। এতে গুরুতর অসুস্থ হয়ে ওইদিন রাতেই তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় শিক্ষকের ভাই আলাল উদ্দিন বাদী হয়ে আটজনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
×