ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎপাদন বন্ধ জুট স্পিনার্সের অস্বাভাবিক দরবৃদ্ধি

প্রকাশিত: ০৬:৪০, ৪ জুলাই ২০১৮

উৎপাদন বন্ধ জুট স্পিনার্সের অস্বাভাবিক দরবৃদ্ধি

পাট খাতের কোম্পানি জুট স্পিনার্সের উৎপাদন বন্ধের পরেও অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ছে। কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ডিএসইর পক্ষ থেকে কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে এমনটাই জানায় কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটি আরও জানায়, ২০০৬ সাল থেকে জুট স্পিনার্সের লেনদেন বন্ধ রয়েছে। কোম্পানিটি এখনও উৎপাদন চালু করতে পারেনি। প্রসঙ্গত, গত ২৬ জুন থেকে কোম্পানিটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮৩ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও আবেদন শেষ স্থির মূল্য পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডকে ২২ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এপ্রিলে ৬৩৮তম কমিশন সভা সিদ্ধান্ত হওয়ার পর চলতি মাসে কোম্পানিটি আইপিওর সম্মতিপত্র পায়। ২৪ জুন থেকে প্রাথমিক শেয়ার বরাদ্দের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে চাঁদা গ্রহণ শুরু করে বস্ত্র খাতের কোম্পানিটি। যা সোমবার শেষ হয়। বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ অর্থে তারা প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×