ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় প্রান্তিকে বেশি মুনাফার কোম্পানিতে আগ্রহ বাড়ছে

প্রকাশিত: ০৬:৩৯, ৪ জুলাই ২০১৮

তৃতীয় প্রান্তিকে বেশি মুনাফার কোম্পানিতে আগ্রহ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশই তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী’১৮-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে বেশিরভাগ কোম্পানি আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। সবচেয়ে বেশি ও ভাল ইপিএস দিয়েছে ২০ কোম্পানি। আর এই কারণে ভাল লভ্যাংশের প্রত্যাশায় কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এই কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, ফার্মা এইডস, বিডি থাই এ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট, মুন্নু জুট স্ট্যাফলার্স, স্টাইল ক্রাফট, হামিদ ফেব্রকিস, এস আলম কোল্ড?রোল্ড স্টিলস, রহিম টেক্সটাইল, আজিজ পাইপ, ইস্টার্ন কেবল, বিএসআরএম লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং, বিবিএস ক্যাবল, ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং, এইচআর টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম এবং বিডি ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে মতে, কোম্পানিগুলোর মধ্যে আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে মুন্নু সিরামিকের। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.০২ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.২৮ বা ১৪০০ শতাংশ। মুন্নু জুট স্ট্যাফলার্স শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.২৩ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ১.২০ টাকা বা ৫২১.৭৩ শতাংশ। রহিম টেক্সটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৭৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ২.৬৭ টাকা বা ৩৫১.৩১ শতাংশ। ইস্টার্ন কেবলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.১১ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৩৫ টাকা বা ৩১৮.১৮ শতাংশ। আজিজ পাইপের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.০৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৯ টাকা বা ৩১৬.৬৬ শতাংশ। ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.১৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৫০ টাকা বা ৩১২.৫০ শতাংশ। ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.০৫ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ২০০ শতাংশ। হামিদ ফেব্রিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.১৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৩৪ টাকা বা ১৮৮.৮৮ শতাংশ। বিবিএস ক্যাবলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৮৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ১.৪৫ টাকা বা ১৬৮.৬০ শতাংশ।
×