ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন বৈঠকে রাজবন্দীর বিষয় উত্থাপনের আহ্বান

প্রকাশিত: ০৬:৩৭, ৪ জুলাই ২০১৮

ট্রাম্প-পুতিন বৈঠকে রাজবন্দীর বিষয় উত্থাপনের আহ্বান

ক্রেমলিনের এক কঠোর সমালোচক আগামী শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্টকে কোন ছাড় না দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। উপরন্তু, তিনি মস্কোতে আটক রাজনৈতিক বন্দীদের বিষয় আলোচনার জন্য এ সুযোগকে কাজে লাগানোর অনুরোধ জানিয়েছেন। খবর এএফপির। ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে এ শীর্ষ বৈঠকটি ১৬ জুলাই হেলসিংকিতে অনুষ্ঠিত হবে। মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বৈঠকটি এমনি এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে স্নায়ুযুদ্ধের পর এমন পর্যায়ে নেমে আসেনি কখনও। কিন্তু ঐতিহাসিক ও রাশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট কর্মী ভøাদিমির কারা-মুর্জা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্টদের দুঃখজনক দ্বিদলীয় ঐতিহ্য অনুসরণ করা ট্রাম্পের উচিত হবে না। ওই মার্কিন প্রেসিডেন্টরা গত ১৯ বছর ধরে পুতিনকে সুবিধা দেয়ার চেষ্টা করে এসেছেন প্রথম দিকে। জেনেভার জাতিসংঘ মানবাধিকার পরিষদের পাশাপাশি রিপোর্টারদের তিনি বলেন, কেজিবিয়ের এক সাবেক কর্মকর্তার জন্য আলোচনায় অংশগ্রহণকারী একজনের আপোস তার দুর্বলতার লক্ষণ হিসেবেই ধরে নেয়া হয়।
×