ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিবাসী বিতর্কে মেরকেল স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সমঝোতা

প্রকাশিত: ০৬:৩৭, ৪ জুলাই ২০১৮

অভিবাসী বিতর্কে মেরকেল স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সমঝোতা

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল অভিবাসন বিষয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট সীহোপারের সঙ্গে একটি চুক্তি করেছেন। এই বিতর্ক নিয়ে তার সরকার হুমকির মুখে রয়েছেন এমন কথা অস্বীকার করে তিনি সোমবার একথা বলেন। খবর এএফপির। অভিবাসন সংকট নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পর সিএসইউ দলের প্রধান বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছেছি।’ এর আগে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেও তিনি এখন কেবিনেটে থেকে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। সিরিয়া সমস্যা নিয়ে রাশিয়া-ইরান শীর্ষ কূটনীতিকের আলোচনা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের মধ্যে টেলিফোনে আলাপকালে তারা সিরিয়া সমস্যার সমাধান, আসন্ন পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বেশি জোর দিয়েছেন। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। খবর তাসের। মন্ত্রী বলেন, এ দুই কূটনীতিক রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন এবং সিরিয়া সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ক্যাস্পিয়ান উপকূলবর্তী পাঁচটি দেশ আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও তুর্কমেনিস্তানের নেতাদের একটি সম্মেলন আগস্ট মাসের গোড়ার দিকে কাজাখস্তানের আকতাউতে অনুষ্ঠিত হবে।
×