ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাল উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পম্পেও

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জুলাই ২০১৮

কাল উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি সপ্তাহে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের পর এটাই হবে অসামরিক অঞ্চলে (ডিএমজি) দু’দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, গত মাসে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী পম্পেও আগামীকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। গত মাসে সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের পরও পিয়াংইয়াং পরমাণু ও মিসাইল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের মধ্যেই এ সপ্তহের শেষে দুই দিনের সফর প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা দুই কেরিয়ার মধ্যবর্তী ডিএমজিতে বৈঠকের পরিকল্পনা করেছেন। সিআইএ’র কোরিয়া বিভাগের প্রধান এন্ড্রিও কিম এবং ফিলিপিন্সের বর্তমান রাষ্ট্রদূত ও ভিয়েতনামের সবেক আলোচক সাং কিম ইতোমধ্যে উত্তর কোরিয়ার পানমুনজমে গিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করেছেন। দক্ষিণ কোরিয়ার চোসুন ইলবো পত্রিকা এ কথা জনিয়েছে। মন্ত্রণালয় সোমবার জানায়, পম্পেও বৃহস্পতিবার সফরে যাবেন এবং শনিবার পর্যন্ত সেখানে থেকে ট্রাম্প ও কিমের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন। মন্ত্রণালয় আরও জানায়, পম্পেও এরপর টোকিও সফরে গিয়ে জাপনিজ ও দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রতিশ্রুতি ও উত্তর কেরিয়াকে পুরোপুরি পরমাণু মুক্ত করার বিষয়সহ অন্য দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। সিঙ্গাপুরে ওই বৈঠকের পর ট্রাম্প টুইট করেন, উত্তর কোরিয়া থেকে ‘দীর্ঘ মেয়াদে আর পরমাণু ঝুঁকি নেই।’ তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, উত্তর কোরিয়া অন্যান্য কর্মকা-ের পাশাপাশি এখনও তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এদিকে খবরগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞরা এগুলো সঠিক বলেই মানছেন। মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্য এবং ওয়াশিংটনভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ সাইট ৩৮ নর্থের ইয়ংবেয়ন পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি বিশ্লেষণের ভিত্তিতে এসব জানা গেছে। ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোন সময়সীমা দেননি তিনি।
×