ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাবেশ ও অনশনের অনুমতি পেতে বিএনপির আবেদন

প্রকাশিত: ০৬:২০, ৪ জুলাই ২০১৮

সমাবেশ ও অনশনের অনুমতি পেতে বিএনপির আবেদন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল ৫ জুলাই বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আবেদন করা হয়েছে। এছাড়া ও একই দাবিতে ৯ জুলাই সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচী পালন করতে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে যথা সময়ে পূর্বঘোষিত এ দু’টি কর্মসূচী পালন করা হবে বলে মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিঘাংসার শিকার। খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা মামলায় হাইকোর্টে দেয়া জামিন আপীল বিভাগে স্থগিত নজিরবিহীন। কারণ, আদালতের উচ্চপর্যায়ে ভুক্তভোগী মানুষ প্রতিকার পায়। কিন্তু বর্তমান সরকার নি¤œ আদালতকে সম্পূর্ণভাবে কব্জায় নিয়ে এখন সর্বোচ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কী না সেটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির মুখে প্রায় দু’মাস আগে জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। সেদিনই আমরা বলেছিলাম, এই ঘোষণা একটি নাটক ও ছাত্র আন্দোলনের প্রতি প্রতারণা। এখন সেটি অক্ষরে অক্ষরে দৃশ্যমান হচ্ছে। সেদিন প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে জনরোষ থেকে বাঁচতে প্রতারণার কৌশল নিয়েছিলেন। রিজভী বলেন, আন্দোলনকারীদের প্রতি সরকারের আচরণে এটা আবারও প্রমাণিত হলো যে, শেখ হাসিনা যাদের ওপর ক্ষুব্ধ হন তাদের ভিটে-মাটিতে ঘুঘু চরিয়ে দিতে মোটেই দ্বিধা করেন না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই রক্তে রঞ্জিত। ছাত্রীদের ওপর লাঞ্ছনা এক আতঙ্কজনক মাত্রা লাভ করেছে। কোটা আন্দোলনের নেতা রাশেদ কোন অপরাধের জন্য পাঁচ দিনের রিমান্ডে ? রিজভী বলেন, ধারালো অস্ত্রে মারাত্মকভাবে আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরু যাতে চিকিৎসা না পায়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হানা দেয়। চিকিৎসা না দিয়ে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও তাকে বের করে দেয়া হয়। সে সাংবাদিকদের সামনে বাঁচার আকুতি জানিয়েছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে আন্দোলনকারীদের ওপর চলছে পুলিশ প্রোটেকশনে ছাত্রলীগের আক্রমণ। রিজভী বলেন, ছাত্রীদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ৭১ এর হানাদার বাহিনীর নির্মমতার কথাই স্মরণ করিয়ে দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের যেভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে তাতে আওয়ামী লীগের সেই লগি-বৈঠার তা-বের কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, ছাত্রলীগের নামের সঙ্গে ছাত্র নামটি জুড়ে দিয়ে আওয়ামী লীগ গোটা ছাত্র সমাজকেই অপমাণিত করেছে। কোটা বাতিল করা প্রধানমন্ত্রীর দায়িত্ব-আমীর খসরু ॥ ছাত্রদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, তাই তা বাতিল করা প্রধানমন্ত্রীর দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ‘ইয়ূথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খসরু বলেন, ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য। যাতে করে দেশের আগামী প্রজন্মের ভবিষ্যত উন্মুক্ত থাকে। মূল কথা হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি অর্থাৎ দেশ পরিচালনার সুযোগ থেকেই মূলত কোটা সংস্কারের বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, যদি কেউ জাতীয় সংসদে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। আজ ২০ দলীয় জোটের বৈঠক ॥ আজ বুধবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক। বিকেল ৫টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা যায় ৩ সিটি কর্পোরেশন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে।
×