ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:২০, ৪ জুলাই ২০১৮

ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় গণভবনে পদপ্রত্যাশী সব নেতার সঙ্গে কথা বলবেন তিনি। আলোচনার পর শীঘ্রই ঐতিহ্যবাহী ও দেশের প্রাচীন এই সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের নাম ঘোষণা করা হতে পারে। গত ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদের জন্য ২১২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সম্মেলনে শেখ হাসিনার নির্দেশ মতো সমঝোতার মাধ্যমে কমিটি করতে ব্যর্থ হয়ে মনোনয়নপ্রত্যাশী সবার নামের তালিকা গণভবনে দিয়ে আসেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সেদিন প্রধানমন্ত্রী তাদের পরে কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন। সূত্র মতে, এরপর ছাত্রলীগের নতুন কমিটির সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব টিম এবং একাধিক গোয়েন্দা সংস্থা সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যাপারে অনুসন্ধান করে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার কাছ থেকেও তিনি নাম নিয়েছেন। দলীয় সূত্রে ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতা হিসেবে দায়িত্ব তুলে দেয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক মেধা, দক্ষতা ও যোগ্যতার পরীক্ষা নিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। অন্য একটি সূত্র জানায়, প্রার্থীদের সঙ্গে কথা বলার পরে আবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির আরও বেশ কিছু পদে নেতার নাম ঘোষণা করা হতে পারে।
×