ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরিফুলের বিরুদ্ধে কামরানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০৬:১৬, ৪ জুলাই ২০১৮

আরিফুলের বিরুদ্ধে কামরানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সালাম মশরুর, সিলেট অফিস ॥ অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে প্রচারকাজে সতর্ক প্রার্থীরা। সিলেট সিটি নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কর্মপন্থা নির্ণয়ে ব্যস্ত দলের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারকরা। শুরু থেকে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বদর উদ্দিন আহমদ কামরানের নাম ঘোষণার পর নিজেদের বিরোধ মীমাংসা হয়ে গেছে। দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এখন মাঠে প্রার্থীর বিজয় অর্জন করতে প্রতিদিন প্রস্তুতিমূলক সভা বৈঠক করছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মঙ্গলবার সিলেট এসেছেন। মঙ্গলবার বিকেলের একটি ফ্লাইটে তারা ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের স্বাগত জানান সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। আজ বুধবার বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার চ-িপুলের ময়ূরকুঞ্জ কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে এ অনুরোধ জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রার্থী এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। দলের ভেতরে সমস্যা জোটের সমস্যা নিয়ে এখনও অস্থিরতায় সময় যাচ্ছে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর। প্রতিদিন চেষ্টা চলছে দলের বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও শরিক দল জামায়াতের প্রার্থীকে এক ছায়াতলে নিয়ে এসে নিজের নির্বাচনী মাঠকে শংকামুক্ত করতে। এই প্রচেষ্টাকে সামনে রেখে দফায় দফায় চলছে বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক। এই লক্ষ্যে সিলেট জেলা-মহানগর ও সিলেট বিভাগের চার জেলা নেতাদের নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির এক জরুরী সভা মঙ্গলবার মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে তার তাঁতীপাড়ার বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটির সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সিলেট মহানগর ও চার জেলার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। আরিফুল হকের বিরুদ্ধে কামরানের অভিযোগ ॥ বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। মঙ্গলবার সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আলীমুজ্জামানের কাছে কামরানের পক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিফুর রহমান চৌধুরী এই অভিযোগ দেন। অভিযোগ দেয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শফিফুর রহমান চৌধুরী। গত সোমবার বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। স্বতন্ত্রপ্রার্থী জামায়াত নেতা জুবায়েরকে শোকজ ॥ সিলেট সিটি কর্পোরেশনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার দুপুরে তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। ২০ দলীয় জোটের সভা ॥ সিলেট সিটি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সিলেটে সভা আহ্বান করেছে ২০ দলীয় জোট। সোমবার রাতে নগরীর কাজীটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে ২০ দলীয় জোটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময় ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত উলামা মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেন খান মঙ্গলবার জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমির, মাওলানা প্রিন্সিপাল হাবীবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।
×