ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামুর উজাড় হওয়া জঙ্গলে অজগরের পেটে হরিণ

প্রকাশিত: ০৬:১৪, ৪ জুলাই ২০১৮

রামুর উজাড় হওয়া জঙ্গলে অজগরের পেটে হরিণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে পাহাড় কেটে, বনজঙ্গল ও বৃক্ষ নিধন করায় বহু বন্যপ্রাণী তাদের আশ্রয়স্থল খুঁজতে বিভিন্ন জঙ্গলে ছুটছে। উখিয়ার গহীন অরণ্য লোকালয়ে (রোহিঙ্গা) পরিণত হওয়ায় একাধিক হরিণ পালিয়ে রামুর চেইন্দা জঙ্গলে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত একটি হরিণের প্রাণ গেছে। সূত্র জানায়, মঙ্গলবার সকালে কাঠুরিয়ারা জঙ্গলে একটি অজগরকে একটি হরিণ গিলতে দেখে। খবর পেয়ে অনেকে দেখতে যায় প্রায় ২৭ ফুটের চেয়ে বেশি লম্বা অজগরের এ দৃশ্য। রামু চেইন্দা এলাকার জঙ্গলে একটি বিশাল অজগর গিলে ফেলেছে টুকটুকে লাল একটি হরিণকে। পুরো হরিণ খেয়ে ফেলার পর অজগরটি নড়াচড়া করতে পারেনি। এ দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। কয়েক যুবক মিলে সিদ্ধান্ত নেয়, বন্যপ্রাণী হরিণকে অজগর যেমন আশ্রয় নিতে দেয়নি, তেমনি ওই অজগরকেও গিলে ফেলা হরিণ হজম করতে দেয়া যাবে না। তাই মঙ্গলবার দুপুরে রামুর চেইন্দা বনতলায় বিশাল অজগর সাপটি কেটে টুকরো টুকরো করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে ওই রাক্ষুসে অজগর হরিণটি ধরে গিলে ফেলে বলে ধারণা কাঠুরিয়াদের। পরে স্থানীয় যুবকরা অজগরটিকে কৌশলে ধরে কেটে ফেলে। বের করে আনে মৃত হরিণটি।
×