ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১৩, ৪ জুলাই ২০১৮

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৩ জুন ॥ শিশুদের খেলা নিয়ে ঝগড়ার জেরে রংপুরের বদরগঞ্জে মাহবুবার রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে উপজেলা রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট ম-লপাড়া এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন ওই বৃদ্ধের স্ত্রী কোহিনুর বেগম (৬০) তার ছেলে কারিমুল ইসলাম (৩৬), কারিমুলের স্ত্রী মাহরুমা বেগম (২৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মায়া বেগম (৩০) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩ জুলাই) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারিমুলের আট বছরের ছেলে নোমান বাবুর সঙ্গে প্রতিবেশী সাদিকুল ইসলামের সমবয়সী মেয়ে ছুমাইয়া আক্তারের সঙ্গে খেলা নিয়ে প্রথমে ঝগড়া বাধে। দুই শিশুর ঝগড়ার জের গড়ায় দুই পরিবারের মধ্যে। এক পর্যায়ে সাদিকুল ও কারিমুলের পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। এর এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। ঝগড়া থামাতে এগিয়ে আসেন বৃদ্ধ মাহবুবার রহমান। এ সময় উত্তেজিত হয়ে সাদিকুল ইসলাম তার স্ত্রী মায়া বেগম এবং মায়ার বড় বোন মমতাজ বেগমসহ অন্যরা দলবল নিয়ে হামলা করেন। এতে সাদিকুলের লাঠির আঘাতে মাহবুবার রহমান ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ মাহবুবার। তবে অভিযোগ অস্বীকার করে সাদিকুল ইসলাম জানান, দুই পক্ষের হুড়োহুড়ির মধ্যে হার্ট এ্যাটাক করে মাহবুবার রহমান মারা গেছেন। তাকে কেউ পেটায়নি। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, এ ঘটনার জড়িত থাকার অভিযোগে মায়া বেগম নামে এক মহিলাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মর্গে পাঠানো হয়।
×