ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্পোরেশনের অনুমোদিত মূলধন নির্ধারণ সরকারের হাতে

প্রকাশিত: ০৬:১২, ৪ জুলাই ২০১৮

কর্পোরেশনের অনুমোদিত মূলধন নির্ধারণ সরকারের হাতে

সংসদ রিপোর্টার ॥ কর্পোরেশনগুলোর অনুমোদিত মূলধন নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে এবং পেট্রোবাংলাকে জাতীয়করণের তফসিল থেকে বাদ দিয়ে সংসদে মঙ্গলবার বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল, ২০১৮ পাস হয়েছে। অন্যদিকে চিনিকলের পাশের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর নেয়ার আইন রহিত করতে রোড ডেভেলপমেন্ট সেস (রহিতকরণ) বিল, ২০১৮ নামের অপর একটি বিলও সংসদে পাস হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিল দুটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে দুটি বিলের ওপর জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্যের আনা জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পাসকৃত শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিলে বলা হয়েছে, ১৯৭২ সালের ১৬ নবেম্বর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়। পরবর্তীতে এর সঙ্গে আরও কিছু সংশোধনী আনা হয়। এটি ইংরেজীতে ছিল ও অনেক অধ্যাদেশ সংযোজিত ছিল। মূল আইনে রাষ্ট্রপতির আদেশে যে তফসিল ছিল সেখানে ২৫০ এর উপরে শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, সেটিই বাংলায় করা হয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রোবাংলা ছিল। পেট্রোবাংলা আলাদা মন্ত্রণালয়ে চলে যাওয়ায় এখান থেকে বাদ দেয়া হয়েছে।
×