ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:১২, ৪ জুলাই ২০১৮

মিরপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে দিশারি পরিবহনের একটি বাসের ধাক্কায় বিইউবিটি শিক্ষার্থী মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে সড়কে অবরোধ করে তারা। এ সময় সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা যাওয়ার সড়কটিতে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশে ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দিশারি পরিবহনের বাসায় ধাক্কা নিহত সহপাঠীর মৃত্যুতে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্ররা সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাস ও সড়ক থেকে সরে গিয়ে আন্দোলনের পরামর্শ দিয়েছি। তবে মিরপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ৩ ঘণ্টা বসে থাকার পর দুপুরের দিকে তারা সড়ক ছেড়ে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
×