ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য অধিদফতরের ডিজি ও সিভিল সার্জনকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৬:১২, ৪ জুলাই ২০১৮

স্বাস্থ্য অধিদফতরের ডিজি ও সিভিল সার্জনকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ২০ জনের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের রুলের জবাব দাখিল না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ব্যাখ্যা দেয়ার জন্য তলব করা হয়েছে। অন্যদিকে রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ পালন না করায় রেলওয়ের মহাপরিচালককে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ২০ জনের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের রুল জারি করার পর বেঁধে দেয়া সময়সীমা অতিক্রম করার পরও কিন্তু সেই রুলের জবাব আদালতে দাখিল না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে তলব করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ৯ জুলাই তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অমিত দাস গুপ্ত। সঙ্গে ছিলেন শুভাষ চন্দ্র দাস। অন্যদিকে ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ব্যারিস্টার এম আমিনুল ইসলাম। রেলওয়ের ডিজিকে তলব ॥ রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ পালন না করায় রেলওয়ের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম। রেলওয়ের পক্ষে ছিলেন এ্যাডভোকেট আসাদুল হক।
×