ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০৭ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:১১, ৪ জুলাই ২০১৮

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, ডিএমপির চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল বিভাগের ৫ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ, ডিবি পুলিশ ও ডগস্কোয়ার্ড। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও ডগস্কোয়ার্ড শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক আখড়া ঘিরে অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রির দায়ে ১৭ জন ও সেবনের অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ সময় গ্রেফতারকৃতদের দখল হতে ২৪৫ ইয়াবা, ৫২ লিটার চোলাইমদ, ৮৪৭ ক্যান বিয়ার ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৪৯টি থানার মাদক আখড়া মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও ডিবি পুলিশ। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৬৫ ইয়াবা, ১২১৭ গ্রাম ও ২২৬২ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২০৭ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে বলে ডিসি মাসুদুর রহমান জানান।
×