ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরী প্রতিযোগিতায় গাধা

প্রকাশিত: ০৬:১১, ৪ জুলাই ২০১৮

সুন্দরী প্রতিযোগিতায় গাধা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় গাধা খুবই জনপ্রিয় প্রাণী। দেশটির প্রতিটি কৃষকের অন্তত একটি হলেও গাধা রয়েছে। মাল টানা থেকে শুরু করে অন্যান্য সাধারণ কাজে কলম্বিয়ার জনগণ গাধা ব্যবহার করে। গাধার এই জনপ্রিয়তার কারণে দেশটিতে প্রতি বছর গাধা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও দেশটির আরাবুকো শহরে হয়ে গেল ১৪তম বার্ষিক গাধামেলা ও গাধা সুন্দরী প্রতিযোগিতা। রবিবারের এ প্রতিযোগিতায় ৫৯টি সুন্দরী গাধাকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেয় এ্যামাসিজো নামের একটি গাধা। এ্যামাসিজোর মালিকের নাম আলভারো লোপেজ। তিনি বলেন, লাল গালিচায় হাঁটার সময় আমার গাধাটি সকলের নজর কাড়ে। রেশমী চুল ও ঠোঁটের বাহারি লিপস্টিক এ্যামাসিজোকে আরও আকর্ষণীয় ও মোহনীয় করে তোলে। এই ধরনের প্রতিযোগিতা দেখতে শহরটিতে অনেক পর্যটক উপস্থিত হয়। -ইকোনোমিক টাইমস অবলম্বনে।
×