ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলনের নামে দেশের স্থিতি নষ্টের পাঁয়তারা ॥ নাসিম

প্রকাশিত: ০৬:১১, ৪ জুলাই ২০১৮

কোটা আন্দোলনের নামে দেশের স্থিতি নষ্টের পাঁয়তারা ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। তিনি আরও বলেছেন- রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের শান্তি ও উন্নয়ন বিঘিœত হয়। চাকরিতে কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়ে কোটা বাতিলের কথা বলেছেন কিন্তু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তা বাতিলে সময় লাগবে। এটাকে পুঁজি করে একটি মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে। তিনি মঙ্গলবার বিকেলে কাজীপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে উল্লেখ করে নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। পরে তিনি মাইজবাড়িতে মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও পরিবার পরিকল্পনা বিভাগের এফউব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, দলের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম রোহিঙ্গা সঙ্কট নিয়ে সরকারের সাফল্য তুলে ধরে বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ এমনকি জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।
×