ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদায় নিচ্ছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি!

প্রকাশিত: ০৬:০৯, ৪ জুলাই ২০১৮

বিদায় নিচ্ছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি!

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বিদায় নিতে যাচ্ছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। নিজেই শেষ পর্যন্ত বিদায় নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অথচ তিনি বিদায় নেবেন না বলেছিলেন। ফ্রান্সের সঙ্গে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর সাম্পাওলি বলেছিলেন, ‘আমি যেখানে আছি, এ অবস্থায় থাকতে চাই। আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাই না।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘খুবই কষ্টের এই অভিজ্ঞতা। এটা হতাশার। তবে ব্যর্থতা নয়। আমাদের খেলায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। এভাবে বিদায় নেয়াটা মেনে নেয়া কঠিন।’ কিন্তু সাম্পাওলিকে শেষ পর্যন্ত এই দায়িত্ব ছাড়তেই হচ্ছে। আর্জেন্টিনার টিএনটি স্পোর্টসের সিনিয়র সাংবাদিক হার্নান কাস্তিল্লো জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রধান ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা করবেন সাম্পাওলি। সেখানেই দু’পক্ষের বোঝাপড়ায় আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে সাম্পাওলির। সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু রাশিয়া বিশ্বকাপে দল যেভাবে ব্যর্থ হয়েছে, তা সমালোচনার তৈরি করেছে। কোচের ওপরই সব দোষ পড়ছে। তাই ২০২২ সাল পর্যন্ত ক্লদিও তাপিয়া অপেক্ষা করতে চাইবেন না। তবে এমনও শোনা যাচ্ছে, দু’পক্ষের সমোঝোতা না হলে কিংবা সাম্পাওলি সরে দাঁড়াতে না চাইলে তাকে বহিষ্কার করা হতে পারে। সেক্ষেত্রে, আর্জেন্টাইন ফেডারেশনকে জরিমানা হিসেবে সাম্পাওলিকে ২০ মিলিয়ন ডলার দিতে হবে। ২০১৭ সালে অনেক স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছিলেন সাম্পাওলি। চিলিকে কোপা আমেরিকা জেতান সাম্পাওলি। সেই থেকে আর্জেন্টিনা সাম্পাওলিকে কোচ হিসেবে চাইছিল। সেভিয়ার কোচ হওয়াও সাম্পাওলির দুয়ারে ছিল। সেভিয়ার চুক্তিকে দূরে ঠেলে জন্মভূমি আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন তিনি। কিন্তু আর্জেন্টিনায় এসে ঝলক দেখানো গেল না। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই দম ফুরাল আর্জেন্টিনার। গ্রুপ পর্বেই বিদায় নেয়ার মুখে পড়েছিল আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। নাইজিরিয়ার সঙ্গে জিতে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে খেলে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে উড়ে গেছে মেসির দল। তাতেই বিদায় ঘটেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সাম্পাওলি আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় জলঘোলা। তার খেলার ধরন, কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপে না নেওয়া, তরুণদের সুযোগ না দেয়া সবকিছু নিয়ে তার ওপর বিরক্ত আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের অনেক মানুষ। এরপরই তার বিদায় নেয়ার ঘণ্টা বাজা শুরু হয়। সেটি শেষ পর্যন্ত হচ্ছেও। ২০১৭ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান। ১৪ মাসে আর্জেন্টিনার হয়ে ১৫টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন সাম্পাওলি। যেখানে তার জয় মাত্র ৭টি ম্যাচে এবং হেরেছেন ৪টিতে। পরিসংখ্যানের থেকেও বড় ব্যাপার হচ্ছে, তার খেলানোর স্টাইলের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না পুরো আর্জেন্টিনা দল। তাতেই ভরাডুবি হয়েছে। ভরাডুবি হয়েছে সাম্পাওলিরও।
×