ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ ইসির

প্রকাশিত: ০৬:০৭, ৪ জুলাই ২০১৮

তিন সিটিতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ ইসির

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন অপেক্ষা নির্বাচনী প্রচারের। আগামী ১০ জুলাই থেকে এই তিন সিটির মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা একযোগে নির্বাচনী মাঠে নেমে পড়বেন। তবে কমিশন থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে ১০ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। তবে ওইদিন প্রতীক বরাদ্দ নিয়েই প্রচার শুরু করতে পারবেন। কমিশনের এই কঠোর নির্দেশনা বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচন। ইতোমধ্যে কমিশনের প্রার্থীদের আনুষ্ঠানিকতার কাজ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কিন্তু তফসিল অনুযায়ী আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন রয়েছে। যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের ৯ জুলাইয়ের মধ্যে সরে দাঁড়াতে হবে। এর পরে আর প্রার্থিতা প্রত্যাহারে কোন সুযোগ নেই। ৯ জুলাইয়ের পরে যারা প্রার্থী হিসেবে থাকবেন তাদের প্রত্যেকের নামেই ১০ জুলাই প্রতীক বরাদ্দ দেয়া হবে। যদিও দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক নির্ধারিত রয়েছে। তারপরও কমিশন বলছেন, দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারিত থাকলেও এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ কাউন্সিল এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন। কাউন্সিল নির্বাচন নির্দলীয় হওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আলাদাভাবে প্রতীক বরাদ্দে বিধান রয়েছে। তাই এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। যদি ১০ জুলাইয়ের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করে তাহলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কমিশনের নির্দেশনায় জানানো হয়েছে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। উল্লেখিত নির্বাচনে সব প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করেন সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করতে হবে। এতে বলা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে আচরণবিধিমালা ২০১৬ এর সব বিধান মেনে চলতে হবে। বিধিমালা ২০১৬ এর বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান কোন নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। এই বিধান অনুযায়ী রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের আগামী ১০ জুলাইয়ে প্রতীক বরাদ্দের আগে কোন ধরনের নির্বাচনী প্রচারে নামতে পারবে না। তবে ওইদিন প্রতীক বরাদ্দ নিয়ে তারা নির্বাচনী প্রচারে নেমে পড়তে পারবেন। এছাড়াও ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে আইনে। ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩০ জুলাই সকাল ৮টায়। এই হিসেবে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালানো যাবে। নির্বাচনী আইন অনুযায়ী, কোন প্রার্থী বিধিমালার কোন বিধান অমান্য করলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত হওয়ার পরও তার প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন।
×