ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ নাটক ‘ছায়া শিকারী’

প্রকাশিত: ০৭:১৩, ৩ জুলাই ২০১৮

বিশেষ নাটক ‘ছায়া শিকারী’

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রমী এক নাটক ‘ছায়া শিকারী’। যার মূল কাহিনী তৈরি হয়েছে মানবতা ও জনসচেতনাকে কেন্দ্র করে। গল্পটি তৈরি হয়েছে ভাই-বোনকে কেন্দ্র করে। নির্মাতা একজন ভাই তার বোনের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধকে তুলে ধরার চেষ্টা করেছেন এতে। একঝাঁক তরুণ তরুণী নিয়ে বিশেষ মুন্সিয়ানা দেখানোর সাহস দেখিয়েছেন লেখক ও পরিচালক। এরই মধ্যে বঙ্গ বিডির ইউটিউবে নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে ট্রেলারটি। নাটকের প্লট তৈরি, প্রযোজনা ও পরিচালনায় আছেন তানিম রিদওয়ান। তানিম রিদওয়ানের এটা চতুর্থ নিজস্ব প্রযোজনা এবং নিজস্ব পরিচালনায় ‘ছায়া শিকারী’ প্রথম নাটক। পরিচালকের সঙ্গে স্ক্রিন প্লে করেছেন ইশতিয়াক আহমেদ, ডিওপিতে আছেন আসিফ আনসারী। ‘ছায়া শিকারী’ নাটকের যৌথ প্রযোজনায় ছিলেন আশফাক এস। নাটকে ফায়াজের ভূমিকায় অভিনয় করেছেন সাদমান সামির, কায়নাতের ভূমিকায় শারিয়া আহাদ, রুজনাল ভূমিকায় রকিব উদ্দিন। এ ছাড়াও আরও বেশ কয়েকজন কলাকুশলী আছেন। ‘ছায়া শিকারী’ নাটকের পরিচালক ও প্রযোজক তানিম রিদওয়ান জানান, ছায়া শিকারীর ট্রেইলার এরই মধ্যে প্রশংসিত হওয়ায় নতুন সামাজিক সচেতনামূলক নতুন আরও একটি নাটকের কাজ হাতে নিয়েছেন। প্রাথমিকভাবে কাস্টিং চলছে। এবার আরও বড় বাজেটের নাটক তৈরি করবেন। পরিচালক ও প্রযোজক তানিম রিদওয়ানের আরও একটি সারা জাগানো শর্টফিল্ম ‘সেদিন রাতে’ ইউটিউবে ৪০ লাখ ভিউয়ার ভিজিট করেছেন বলে জানিয়েছেন তিনি।
×