ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার পপুলার ডায়াগনিস্টককে ২৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:১৬, ৩ জুলাই ২০১৮

এবার পপুলার ডায়াগনিস্টককে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পপুলার ডায়গনস্টিক সেন্টার দেশের শীর্ষ ক্লিনিকের দাবিদার। বিত্তবানরাই এখানে চিকিৎসা নেন। এমন একটি শীর্ষ ক্লিনিকেও বার বার যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ আর রাসায়নিক দ্রব্য ধরা পড়ে তাহলে মানুষ যাবে কোথায় ? র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এমন প্রশ্নের জবাবে শুধু ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই বলতে পারেননি এখানকার কর্মকর্তারা। ফলে সাজাটা শুধু রয়ে গেছে জরিমানার মাঝেই সীমিত। ভাগ্যিস মালিক ছিলেন না। যদি ঘটনাস্থলে মালিককে পাওয়া যেত- তাহলে তাকেই দীর্ঘ মেয়াদের কারাদ- দেয়া হতো বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্র্যেট সারওয়ার আলম। বলেছেন, বার বার একই অপরাধ করে চলেছে এই সেন্টারটি। এর আগেও একাধিকবার জরিমানাও করা হয়েছে। তারপরও শিক্ষা নেয়নি, সতর্কও হয়নি। যদি আবারও একই ধরনের অপরাধ করে তাহলে পপুলারকে সীলগালা করে বন্ধ করে দেয়া হবে।
×