ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৬:১৬, ৩ জুলাই ২০১৮

মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মধ্যস্থতা করতে গিয়ে ফেঁসে গেছেন নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল ভুঁইয়া। তাকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠেছে নিউমার্কেট থানা পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে। জানা গেছে, নরসিংদীর এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ঢাকায় বসবাস করছিল সৈকত পাল নামে এক যুবক। প্রেমের বিয়ের বিষয়টি মেনে নেয়নি পরিবার। ঘটনাটি মীমাংসা করার জন্য গত ১২ জুন নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী সোহেল ভুঁইয়াকে ঢাকায় নিয়ে আসে দুই পরিবারের সদস্যরা। নীলক্ষেত এলাকায় এ বিষয়ে সৈকত পালের সঙ্গে কথা হচ্ছিল সোহেলের। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত পাল সোহেলসহ পাঁচজনকে আসামি করে নিউমার্কেট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সৈকত পালের অভিযোগ, সোহেল জোরপূর্বক তার স্ত্রীকে অপহরণ করতে চেয়েছিল। ওই মামলায় সোহেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার এস আই স্বপন কান্তি দে। তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে সোহেলের পরিবার ও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের তরফ থেকে। এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জনকণ্ঠকে বলেন, সৈকত পাল যে অভিযোগ করেছেন, তাও পুরোপুরি সঠিক নয়।
×