ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলনকারীদের সরব হওয়ার পেছনে রাজনীতি আছে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:১২, ৩ জুলাই ২০১৮

কোটা আন্দোলনকারীদের সরব হওয়ার পেছনে রাজনীতি আছে ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। এতদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সরব হওয়ার পেছনে রাজনীতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের যে বক্তব্য এসেছে, তা শুনলে বুঝা যায় এরা কোন ঘরানার মানুষ। এরা জননেত্রী শেখ হাসিনা বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী। এক পক্ষের কথা শুনে সরকার কোনও সিদ্ধান্ত নেয় না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপদ্ধতি শুরুর সময়কাল থেকে দেশে কোটা পদ্ধতি চালু আছে। সেই কোটা পদ্ধতি বাতিল করতে হলেও তো কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। একদিকে কোটা বাতিল করার আন্দোলন, আরেক দিকে বহাল রাখার আন্দোলন। সরকারকে তো সবার কথা শুনতে হবে। সরকার তো এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয় না। চার দশক ধরে যেই পদ্ধতি বহাল আছে সেটা বাতিল করতেও তো বিচার-বিশ্লেষণ এবং সময় প্রয়োজন। তিনি বলেন, এই পদ্ধতি বাতিল করতে গিয়েও কেউ যেন আবার বৈষম্যের শিকার না হয় সেদিকেও তো লক্ষ্য রাখা প্রয়োজন। আমি আমার দাবি নিয়ে শাহবাগের মোড়ে দাঁড়ালাম আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিলাম, তারপর কোটা বাতিল করে দিলাম। আর রিজভী-ফখরুল সাহেবরা তা নিয়ে রাজনীতি করবেন আর সরকার সেই ফাঁদে পা দেবে, সেটা হবে না। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বানের পানি যখন আসে তখন খড়কুটো ধরে কেউ টিকে থাকতে পারে না। আপনারা কয়েকদিন তেল-গ্যাসওয়ালাদের সঙ্গে ছিলেন, এরপর কোটা আন্দোলনকারীদের ওপর ভর করার চেষ্টা করেছিলেন। সেটিতেও ব্যর্থ হয়েছেন। এরপর গাজীপুর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, সেখানেও ব্যর্থ। এখন এই কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, বানের পানি এলে কেউ টিকে থাকতে পারবেন না। আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইদ্রিস মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হেদায়তুল ইসলাম স্বপন, জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।
×