ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অঙ্ক জানে মৌমাছি

প্রকাশিত: ০৫:৩৪, ৩ জুলাই ২০১৮

অঙ্ক জানে মৌমাছি

আগেই জানা গিয়েছিল, ডলফিন, আফ্রিকান টিয়ার সংখ্যা সম্পর্কে ধারণা আছে। এবার অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে আসা নতুন তথ্য চমকে দিচ্ছে গবেষকদের। গানের বাণীতে কবিগুরুর প্রশ্ন ছিল, ‘এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে’। সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে সমস্ত তথ্য প্রমাণাদি দেখে আপাতত এটুকু বলা যায়, মৌমাছিরা অঙ্কে পটু। গবেষকরা জানিয়েছে, মানুষের শরীরে নিউরনের সংখ্যা এক হাজার কোটি। অন্যদিকে মৌমাছিদের শরীরে থাকে দশ লাখ নিউরন। অথচ মৌমাছিদের সংখ্যা সম্পর্কে যে ধারণা জন্মগত, তা অর্জন করতে হলে মানুষকে স্কুলে যেতে হয়। ‘সায়েন্স’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিসার্চাররা পরীক্ষার জন্য কিছু মৌমাছিকে বেছে নেন। তাদের দুই ধরনের কার্ডের সঙ্গে পরিচয় করানো হয়। এক ধরনের কার্ডে ত্রিভুজ, বৃত্তের এই সব চিহ্ন আঁকা ছিল। অন্য কার্ডগুলো ছিল শূন্য। দেখা যায়, মৌমাছিরা তুলনামূলকভাবে ফাঁকা কার্ডে বসতে বেশি পছন্দ করছে। এ্যাড্রিয়ান ড্রায়ার, আরএমআইটির এই গবেষকদলের একজন বলেছেন, সামগ্রিক পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে মৌমাছিরা শূন্যের ধারণা রাখে। বিজ্ঞানীদের দাবি, যদি এত কম সংখ্যক নিউরন নিয়ে মৌমাছিরা শূন্যের ধারণা রাখতে পারে, তবে মানুষকে আরও সহজে অঙ্ক শেখানো যায়। -ওয়েবসাইট
×