ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীরের কণ্ঠে বীরগাথা কর্মসূচী

প্রকাশিত: ০৫:১৩, ৩ জুলাই ২০১৮

বীরের কণ্ঠে বীরগাথা কর্মসূচী

সংসদ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঘটনাকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে সরকার মুক্তিযুদ্ধের ডিজিটাল আর্কাইভ তৈরির আপাতত ঃ কোন পরিকল্পনা নেই। তবে ডিজিটাল পদ্ধতিতে জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করে সংরক্ষণের নিমিত্ত ‘বীরের কণ্ঠে বীরগাঁথা’ নামক একটি কর্মসূচী গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের নিমিত্ত ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই আর্কাইভ তৈরি করা হবে ইনশাল্লাহ। ৯ বছরে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১০ গুণ বৃদ্ধি ॥ জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাঙালী জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বাঙালী জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের এ অসামান্য অবদানের প্রতি সম্মান দেখিয়ে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে বিভিন্ন কল্যাণমুখী সেবা প্রদান করা হচ্ছে। মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচীর আওতায় মুক্তিযুদ্ধের পক্ষের দল ও সরকার গত ৯ বছরে পর্যায়ক্রমে সাধারণ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার হার বৃদ্ধি করা হয়েছে।
×