ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতারণার অভিযোগে বেসরকারী হজ এজেন্সিতে দুদকের হানা

প্রকাশিত: ০৫:১১, ৩ জুলাই ২০১৮

প্রতারণার অভিযোগে বেসরকারী হজ এজেন্সিতে দুদকের হানা

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশন এবার হানা দিয়েছে বেসরকারী হজ এজেন্সি অফিসে। বড় ধরনের প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হয়। সোমবার অভিযোগ কেন্দ্রে (হটলাইন নম্বর ১০৬) আসা অভিযোগের ভিত্তিতে পল্টনের কয়েকটি হজ এজেন্সিতে তাৎক্ষণিক অভিযান চালায় দুদক। ১১৫ জন হজ যাত্রীর কাছ থেকে একটি দালাল চক্র টাকা আত্মসাত করেছে- এমন অভিযোগে পুরানা পল্টনের ‘আল মুজদালিফা এভিয়েশন’ হজ এজেন্সিতে চড়াও হয় দুদক টিম। দুদক কর্মকর্তারা জানান, এ অভিযানের পরিপ্রেক্ষিতে এজেন্সি কর্তৃপক্ষ ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। তার নেতৃত্বে সাত সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। এছাড়া একই এলাকায় আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, হজযাত্রাকে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।
×