ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপ যখন পুষ্টিবিদ

প্রকাশিত: ০৪:১৭, ৩ জুলাই ২০১৮

এ্যাপ যখন পুষ্টিবিদ

মুদি দোকানে পুষ্টিবিদ হিসেবে কাজ করবে এমন এক এ্যাপ বানিয়েছেন গবেষকরা। ‘পুডসুইচ’ নামের এই এ্যাপটি মোড়কজাত খাবারের বারকোড স্ক্যান করে খাবারের পুষ্টির রেটিং দেখাবে ও একই ধরনের শনাক্ত করতে ব্যবহারকারীদেরকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি-এর সহযোগী অধ্যাপক মার্ক হাফম্যান বিশ্ববিদ্যালয়টির প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, ‘পুডসুইচ অনন্য কারণ এর ফলে ব্যবহারকারীকে স্বাস্থ্যকর বিকল্প খাদ্য খুঁজতে হবে না। সবগুলোই এ্যাপে তালিকাভুক্ত।’ অন্যান্য পুষ্টি এ্যাপের তুলনায় এই এ্যাপের ভিন্নতা হচ্ছে এটি ব্যবহারকারীদের দেশের নতুন ও পরবর্তিত খাবারগুলো নিয়েও তথ্য জিজ্ঞাসা করে। বর্তমানে এতে ২,৬৮,০০০ পণ্যের ডেটাবেইস রয়েছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে। অ্যাপটিতে ‘হেলথ স্টার রেটিং’ ব্যবস্থাও রয়েছে। এতে প্রতিটি খাদ্যপণ্য কতটা স্বাস্থ্যকর তার ওপর ভিত্তি করে ০.৫ থেকে ৫ তারকা পর্যন্ত রেটিং দেয়া যায়। -অর্থনৈতিক রিপোর্টার
×