ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪ মাস বন্ধের পর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:১৬, ৩ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গ্যাস সঙ্কটের কারণে ১৪ মাস বন্ধের পর সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। দেশের বিদ্যুত কেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিলে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আশুগঞ্জ সার কারখান পুরো মাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। সম্প্রতি চলতি বছরের ১৩ জুন আবারও কারখানার গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়। বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মোঃ আলী আক্কাস জানান, গ্যাস সরবরাহ না থাকায় ১৪ মাস বন্ধের পর সোমবার উৎপাদন শুরু হয়েছে।
×