ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে আজিজ পাইপের

প্রকাশিত: ০৪:১৩, ৩ জুলাই ২০১৮

অকারণে দর বাড়ছে আজিজ পাইপের

কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে আজিজ পাইপস কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত এ কোম্পানিটির শেয়ার দর ১৬৮.৮০ টাকা থেকে বেড়ে ১৯৬.৫০ টাকায় পৌঁছায়। অর্থাৎ শেষ তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৭.৭০ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার যমুনা ব্যাংকের বোনাস শেয়ার বিওতে জমা শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংকের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার রবিবার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×