ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে বসুন্ধরার ৬৩ শতাংশ দরবৃদ্ধি

প্রকাশিত: ০৪:১২, ৩ জুলাই ২০১৮

প্রথম দিনে বসুন্ধরার ৬৩ শতাংশ দরবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেনের প্রথম দিনে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার দর সাড়ে ৬৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ওপেনিং শেয়ার দর ৮০ টাকা হলেও প্রথম দিনে ১৫৫ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১২৯.৪০ টাকায় এবং সর্বোচ্চ ১৫৫ টাকায় লেনদেন হয়েছে। তবে দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৩০.৮০ টাকা। অর্থাৎ প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৫০.৮০ টাকা বা ৬৩.৫০ টাকা বেড়েছে। কোম্পানিটির মোট ৬৩ লাখ ৮ হাজার ৮৩৪টি শেয়ার ৮৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো মোট ৩৫ হাজার ৪৯৫ বার হাত বদল হয়েছে। এর আগে গত ৩০ মে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটির আইপিওতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করেন। এক্ষেত্রে কোম্পানির ৭৫ কোটি টাকার চাহিদার বিপরীতে বিনিয়োগকারীরা ৬৮৩ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার আবেদন করেছে। এতে চাহিদার ৮.১১ গুণ বেশি আবেদন জমা পড়েছে। এর আগে বিডিংয়ে বসুন্ধরা পেপার মিলসের কাট অব প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে।
×