ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকসহ চার খুন

প্রকাশিত: ০৪:০৮, ৩ জুলাই ২০১৮

প্রধান শিক্ষকসহ চার খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ছাত্রের অভিভাবক ও তার স্বজনদের কিল-ঘুষিতে নেত্রকোনায় প্রধান শিক্ষক, কক্সবাজারে সালিশকারক ও রোহিঙ্গা এবং রংপুরে এক গৃহবধূ খুন হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নেত্রকোনা ছাত্রের অভিভাবক ও তার স্বজনদের কিল-ঘুষিতে আহত হয়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। শিক্ষকের নাম দেলোয়ার হোসেন দুলাল (৫০)। তিনি কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই উপজেলার পোগলা গ্রামে তার বাড়ি। রবিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পারিবারিক সূত্র জানায়, উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মারুফ আহমেদ পরীক্ষার ফি এবং বেতন না দিয়েই ষাণ¥াসিক পরীক্ষা দিতে গেলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি। এতে মারুফের বাবা চান মিয়া প্রধান শিক্ষকের প্রতি প্রচ- ক্ষিপ্ত হন। চরম উত্তেজিত অবস্থায় দলবল নিয়ে বিদ্যালয়ে গিয়ে তিনি বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। তখন অন্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর দেলোয়ার হোসেন দুলাল অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে মারা যান তিনি। কক্সবাজার ইটভাঁটির লেনদেন সংক্রান্ত সালিশে সালিশকারক রমিজ আহমদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি উত্তর মিঠাছড়ি দক্ষিণপাড়ার সুলতান আহমদের ছেলে। রবিবার রাতে রামু জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি আশকরখিল কালুর দোকান স্টেশনে এ ঘটনা ঘটে। রামু থানার উপ-পরিদর্শক ছানাউল্লাহ ও স্থানীয় মেম্বার আবদুস ছালাম কালু বলেন, একটি ইটভাঁটির লেনদেন সংক্রান্ত সালিশ চলাকালে উত্তর মিঠাছড়ি উত্তরপাড়ার নজির আহমদের পুত্র মুবিন ও রমিজ আহমদ ছুরি নিয়ে এসে সালিশকারক রমিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে টেকনাফের বাহারছড়া থেকে গলায় ফাঁস লাগানো এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত রোহিঙ্গার ১ম স্ত্রী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ নিহতের ২য় স্ত্রী, ২য় স্ত্রীর বড় ভাই ও তার স্ত্রীকে আটক করেছে। রবিবার স্থানীয় লোকজন একটি গাছে ঝুলন্ত অবস্থায় রোহিঙ্গা আবদুল্লাহর লাশ দেখে পুলিশে খবর দেয়। বাহারছড়ার মেম্বার ফরিদুল্লাহ জানান, অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক রোহিঙ্গা মৃত বাচা মিয়ার পুত্র আবদুল্লাহ (৪৭) হাজামপাড়ার ডেইলপাড়ায় সাবেক মেম্বার নুরুল ইসলামের বাগানে ভাড়া বাসায় বসবাস করত। তার ২ স্ত্রী। প্রায় দুই সপ্তাহ পরে আবদুল্লাহ বাসায় আসলে পারিবারিক কলহের জের ধরে রাতে তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। রংপুর স্বামীর নির্যাতনে তৌকিলা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। সোমবার সকালে নগরীর নাজিরদিগর বনগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার ফজরের নামাজের আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মোঃ নুরুল হকের সঙ্গে ঝগড়া বাঁধে স্ত্রী তৌকিলার। একপর্যায়ে নুরুল হক বেধড়ক মারধর করেন তৌকিলাকে। এতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তৌকিলা। কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) মোক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী নুরুল হক (৫৫)।
×