ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় নতুন প্রেসিডেন্ট বামপন্থী অব্রাদর

প্রকাশিত: ০৩:৪৯, ৩ জুলাই ২০১৮

মেক্সিকোয় নতুন প্রেসিডেন্ট বামপন্থী অব্রাদর

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট ব্যবধানে জয় পেতে যাচ্ছেন বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর। রবিবার নির্বাচন শেষ হওয়ার পর ভোট কেন্দ্রগুলোর ফলের ভিত্তিতে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকো সিটির সাবেক মেয়র লোপেজ প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। লোপেজের প্রাপ্ত ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছেন তারা। খবর বিবিসির। বুথ ফেরত জরিপেও লোপেজ ওব্রাদর, যিনি ডাকনাম আমলো হিসেবে বেশি পরিচিত, অনেক এগিয়ে আছেন। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই পরাজয় স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় লোপেজ ওব্রাদরকে অভিনন্দন জানিয়েছেন। মেক্সিকোর ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে আন্তনিও মিয়েদ পরাজয় স্বীকার করে নিয়ে সমর্থকদের জানিয়েছেন, তিনি লোপেজের ‘সার্বিক সাফল্য’ কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী মিয়েদে তৃতীয় স্থানে আছেন। মিয়েদের ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) গত শতাব্দীর অধিকাংশ সময়জুড়ে মেক্সিকোর রাজনীতি নিয়ন্ত্রণ করলেও এখন জনপ্রিয়তা হারিয়েছে।প্রাথমিক ফল অনুযায়ী রক্ষণশীল ন্যাশনাল এ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্দো আনাইয়া তৃতীয় স্থানে আছেন। লোপেজকে অভিনন্দন জানিয়ে আনাইয়া বলেছেন, তিনি জয়ী হয়েছেন। আমার অভিনন্দন। মেক্সিকোর ভালর জন্য তার সার্বিক সাফল্য কামনা করছি আমি। নির্বাচনের পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে লোপেজ ওব্রাদর জানিয়েছেন, দুর্নীতি নির্মূল করাই হবে তার প্রশাসনের প্রাথমিক লক্ষ্য। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ’ সম্পর্ক চান বলেও জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য ও অভিবাসন নিয়ে মেক্সিকোর কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প।
×