ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ানএমডিবি দুর্নীতি তদন্ত

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৩:৪৮, ৩ জুলাই ২০১৮

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রীকে সোমবার দুর্নীতি দমন সংস্থার তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তহবিলের মাধ্যমে তৈরি প্রকল্প ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড (ওয়ানএমডিবি) বিনিয়োগ তহবিলের অর্থ আত্মসাত ও পাচারের বিষয়ে অতিরিক্ত তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। - খবর নিউইয়র্ক টাইমসের। আহমাদ জাহিদ হামিদি (৬৫) শনিবার দেশটির সাবেক ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) নয়া প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দফতরে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি হাসিমুখে কথা বলেন এবং তাদের উদ্দেশে হাত নাড়েন। তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে সাবেক ক্ষমতাসীন দলের সব ব্যাংক হিসাব জব্দ করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, আশা করা হচ্ছে ২০১৫ সালে জাহিদ যে দাবি করেছিলেন তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে সময় তিনি দাবি করেছিলেন যে, তিনি এক আরব পরিবারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছিলেন। যারা প্রায় ৭০ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। পরবর্তীতে ওই অর্থ তৎকালীন প্রধানমন্ত্রী নজিব রাজাকের ব্যাংক এ্যাকাউন্টে পাঠানো হয়। ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ৯ মে অনুষ্ঠিত নজিবের ক্ষমতাসীন জোট সরকার পরাজিত হয়। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ইউএমএনও দলটি ক্ষমতাসীন ছিল। এই প্রথমবারের মতো দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটল। দেশটিতে এখন পাকাতান হারপান ক্ষমতায় রয়েছে। ২০১৫ সালে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার কয়েক মাস পর জাহিদ দাবি করেন, তিনি আরব পরিবারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন। এরপরই তাকে নজিব বরখাস্ত করেন। এখন তাকে ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। নির্বাচনে পরাজয়ের পর নজিব ইউএমএনও দলের প্রধান হিসেবে নেতৃত্ব দেয়া থেকে পদত্যাগ করেন। শীঘ্রই তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকা- সংগঠনের অভিযোগ আনা হয়।
×