ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজমত উল্লাহকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনয়ন

প্রকাশিত: ০৫:৪৮, ২ জুলাই ২০১৮

 আজমত উল্লাহকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনয়ন

বিশেষ প্রতিনিধি ॥ টঙ্গীর সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া প্রদত্ত ক্ষমতাবলে তিনি আজমত উল্লাহ খানকে এ মনোনয়ন প্রদান করেছেন। রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন গতবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আজমত উল্লাহ খান। কিন্তু এবার তার পরিবর্তে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছিল জাহাঙ্গীর আলমকে। মনোনয়ন না পেয়েও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের বিজয়ে নিরলস পরিশ্রমের কারণেই আজমত উল্লাহ খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। ৮ জুলাই আ’লীগের যৌথসভা ॥ আগামী ৮ জুলাই রবিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা আহ্বান করা হয়েছে। ওইদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলার (ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং মুন্সীগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগর থেকে নির্বাচিত সব সংসদ সদস্যরা এ যৌথ সভায় মিলিত হবেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনা সফল করতে এই যৌথ সভা আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। যৌথ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
×